নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর খিলখেত থানা এলাকার ৩০০ ফিট সড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন আনজিম খান (২৮) ও আমির হোসেন রিয়াজ (২০)। তারা রাজধানীর দক্ষিণ বাড্ডা এলাকায় থাকতেন।
আনজিম খান ও আমির হোসেন পড়াশোনার পাশাপাশি শরীরচর্চাকেন্দ্রের (জিম) ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করতেন বলে জানিয়েছে খিলক্ষেত থানা-পুলিশ।
এ ঘটনায় পুলিশ ট্রাকটিকে জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছেন।
খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) সুধাংশু সরকার বলেন, ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই আনজিম খান ও আমির হোসেনের মৃত্যু হয়।
খিলক্ষেত থানা-পুলিশ জানায়, লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।