গাজীপুর প্রতিনিধি :
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সরকার করোনার টিকা বিনামূল্যে প্রদান করতে চাচ্ছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব মো.আব্দুল মান্নান।
শনিবার দুপুরে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা জানান।
স্বাস্থ্য সচিব বলেন, বেসরকারি খাতে টিকা কীভাবে প্রয়োগ হবে, সেটাও সরকার থেকে নির্ধারণ করে দেয়া হবে। তবে অবশ্যই সরকারি টিকা প্রদানের আগে নয়। এ ছাড়া দেশে করোনা টিকা উৎপাদনের বিষয়ে যাচাই-বাচাই চলছে। বিশ্ব স্বাস্থ্য নিয়ন্ত্রণ হলে তবেই অনুমোদন দেওয়া হবে বলেও জানান তিনি।
এর আগে হাসপাতালের সভাকক্ষে স্বাস্থ্যবিষয়ক এক মতবিনিময় সভায় যোগ দেন তিনি। এ সময় তিনি মুক্তিযুদ্ধের সংগঠক ও প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীনের নামে ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় অসন্তোষ প্রকাশ করেন।